ভারত তো আর সিরিজ হারেনি : শচীন


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

৩৩৩ রানের হার। ভারতজুড়েই বইছে সমালোচনার ঝড়। সিরিজের প্রথম টেস্টে প্রায় আড়াই দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে হার মানলো ভারত। এমন শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়েও কোহলি-রাহানেরা দুই ইনিংসে করতে পেরেছে যথাক্রমে ১০৭ ও ১০৮ রান। স্বাগতিক দলটির পাশে যা সত্যিই বেমানান।

এমন দুঃসময়ে ভারত পাশে পেল দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। লিটল মাস্টার মনে করেন, এখনই সব শেষ হয়ে যায়নি। সমালোচকদের একটা বার্তাও দিলেন এভাবে, ভারত তো আর সিরিজ হারেনি। এখনও হাতে আছে তিনটি টেস্ট। ঘুরে দাঁড়াবে কোহলির দল।

কোহলির ক্রিকেটাদর্শ শচীন টেন্ডুলকারের ভাষায়, ‘ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই আমাদের জন্য কঠিন! এটা (পরাজয়) আসলে খেলারই অংশ। কোহলিরা একটি টেস্ট ম্যাচে হেরেছে মাত্র। ভারত তো আর সিরিজ হারেনি। এখনও সিরিজের অনেক কিছুই বাকি।’

টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে। বিশ্বাস শচীনের, ‘ভারতের শক্তিমত্তা সবারই জানা। আমি জানি, কোহলিরা ঘুরে দাঁড়াবে। অস্ট্রেলিয়াও এটা জানে; যখন আমরা তাদের হারাই। আমরাও জানতাম, অসিদের বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেই সহজ হবে না। ভারত যে সিরিজে ফিরবে; এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।