প্রিমিয়ার লিগে ম্যানসিটির হোঁচট


প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৭ এপ্রিল ২০১৫

ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে বড় ধরনের হোঁচট খেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। আর এর ফলে শিরোপার লড়াইয়ে একরকম ছিটকে পড়লো ম্যানুয়েল পেলেগ্রিনির দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্যে সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠে নামে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ৩৪ মিনিটে প্যালেসকে লিড এনে দেন গ্লেন মারি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো হতাশায় পুড়তে হয়ে ম্যানসিটির সমর্থকদের। ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে স্কোরলাইন ২-০ করেন জ্যাসন পাঞ্চন। ৭৮ মিনিটে ইয়াইয়া তোরে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত নিজেদের পরাজয় ঠেকাতে পারেনি ম্যানসিটি।
এর ফলে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানেই রয়েছে তারা। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং আর্সেনাল ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।