ভারতকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস স্মিথের


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ভারত সফরে আসার আগে কত কথাই না শুনতে হয়েছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। তার নেপথ্যের কারণও অবশ্য আছে। ভারতে খেলতে আসলে হয় অসিদের পরাজয়, নয়তো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এভাবে ১৩ বছর কেটে যায়। সমালোচকরা এবার কি তাহলে জবাব পেয়ে গেলেন?

স্টিভেন স্মিথের হাত ধরে ভারতের মাটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৪৫০২ দিন পর জয়! স্বস্তির নিঃশ্বাস ফেলারই কথা অসিদের। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো জয়ের পর স্বস্তির নিঃশ্বাসটাই ফেললেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যেমন অসি দলনেতা বললেন, ‘একবার চিন্তা করুন, এই জয়টা পেতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। আমি সতীর্থদের নিয়ে গর্বিত। দারুণ খেলেছে তারা। টস জেতা ছিল বোনাস; তা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। ভারতের মাটিতে ৪৫০২ দিন পর টেস্টে জয় পেল অস্ট্রেলিয়া। এই দিনের হিসাবটা অবশ্য আজই জানলাম। আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে; উইকেটের সুবিধা আদায় করে নিতে পেরেছে।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।