মাশরাফি বরণে প্রস্তুত নড়াইল : আজ গণসংবর্ধনা


প্রকাশিত: ০৩:২৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

আজ মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজাকে নড়াইলে গণসংবর্ধনা দেয়া হবে। নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নড়াইলের এ কৃতী সন্তানের সংবর্ধনা উপলক্ষে শহর সেজেছে বর্ণিল সাজে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। শহরের প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানার, ফেস্টুন, জাতীয় ক্রিকেট দল এবং সবার প্রিয় মাশরাফির ছবি দিয়ে সাজানো হয়েছে রাস্তার দু’পাশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে মাইজপাড়া ইউনিয়নের নিজ পিতৃভূমি চারিখাদা গ্রামে পা রাখবেন এলাকায় কৌশিক নামে পরিচিত বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের অগ্রদূত ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজা। সেখানে এলাকার মানুষের সঙ্গে কিছু সময় মতবিনিময়ের পর মোটর শোভাযাত্রার মাধ্যমে নড়াইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবেন। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে তাকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানাবেন।

এরই মধ্যে নড়াইল এক্সপ্রেসকে গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নড়াইলবাসী সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে। সংবর্ধনা অনুষ্ঠানের সর্বশেষ আয়োজনে থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।