মাহমুদউল্লাহদের নাটকীয় হার
জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল ৭ রান। তবে আনোয়ার আলি-রাইলি রুশো দুই জনে মিলে নিলেন ৫ রান। ফলে ইসলামাবাদ ই্উনাইটেডের বিপক্ষে ১ রানের নাটকীয় হারের স্বাদ পেলো মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইসলামাবাদ ই্উনাইটেডের। শুরুতেই কোন রান না করেই বিদায় নেন স্মিথ। এরপর হাসান তালাতের ৩৯ বলে খেলা ৫৬ রানের ইনিংসের উপর ভর করে খেলায় ফেরে ইসলামাবাদ। আর শেষ দিকে মিসবাহর ২৫ ও ব্র্যাড হ্যাডিনের ২২ আর শেন ওয়াটসনের ১৬ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস ইসলামাবাদকে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেয়।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে আসাদ শফিককে হারানো দলকে জয়ের দিকে নিয়ে যান আহমেদ শেহজাদ ও কেভিন পিটারসেন। দুই জনে গড়েন ১৩৩ রানের জুটি। ৫১ বলে ৫৯ রান করা শেহজাদের বিদায়ের পরের বলেই ৪৩ বলে ৬৯ রান করা পিটারসেনও সাজঘরে ফেরেন। আর এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর তালগোল পাকিয়ে হারে কোয়েটা।
জয়ের জন্য কোয়েটার শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ৭ রানের। তবে ইনিংসের ১৯তম ওভারে রুম্মন রাইস দিলেন মাত্র ২ রান। সঙ্গে সাজঘরে ফেরান সরফরাজকে। অধিনায়কের আউটের পর মাহমুদউল্লাহ, থিসারা পেরেরাকে না নামিয়ে ব্যাটিংয়ে এলেন আনোয়ার আলি। শেষ ওভারে প্রথম ৩ বলে নিলেন ১ রান। আর শেষ বলে মোহাম্মদ সামির দারুণ বোলিংয়ে রুশো ১ রান নিলে নাটকীয় জয় পায় মিসবাহ-উল-হকের দল।
এমআর/এমএস