চিকিৎসা সচেতনতার প্রচারাভিযানে দুই সাইক্লিস্ট গাজীপুরে
‘গড়ে তুলি আগামী’ এই স্লোগানের প্রত্যয়ে জন্মগত ক্লাবফুট, ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জনসচেতনতার লক্ষে দুই তরুণ হিরণ ও বাহারুল এখন গাজীপুরে।
লায়ন মোখলেছুর রহমান ফাউণ্ডেশন (এলএমআরএফ) সমগ্র বাংলাদেশে সাইকেলে চড়ে প্রচারাভিযান পরিচালনা করছেন। জন্মগত ক্লাবফুট, ঠোঁট ও তালুকাটা চিকিৎসা না করলে প্রতিটি শিশুর জীবন হতে পারে শারীরিক ও সামাজিকভাবে বিপন্ন। আর এ ধরণের সমস্যা নিয়ে দেশে রয়েছে নানা ধরণের কুসংস্কার। সমস্যাগুলোর উত্তরণে সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অধিকাংশ অভিভাবকই এ সকল জন্মগত সমস্যা নিয়ে অবগত নন, ফলে সন্তানের সুচিকিৎসার প্রয়োজনীয় তথ্য না থাকায়, চিকিৎসার আওতার বাইরে থেকে যাচ্ছে অধিকাংশ আক্রান্ত শিশু।
সুবিধাবঞ্চিত দরিদ্র রোগী, যারা জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা এবং মুগুর পা বা ক্লাবফুট আক্রান্ত তাদের বিনামূল্যে উন্নতমানের ও আধুনিক চিকিৎসা সেবা দেওয়া এই সংস্থার প্রধান লক্ষ্য। শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহে প্রায় ৫ হাজার জন ঠোঁট ও তালুকাটা রোগীকে সফলভাবে অপারেশন এবং ২ হাজার ৫০০ এর অধিক রোগীর মুগুর পা এর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শিশুদের কল্যাণে কাজ করা ও এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এ সাইকেল প্রচারাভিযানে অংশ নিয়েছেন তরুণ সাইক্লিস্ট শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম। এ শুভ উদ্যোগকে পরিকল্পনার মাঝে সীমাবদ্ধ না রেখে, বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে (এলএমআরএফ) ঠোঁট ও তালুকাটা এবং মুগুর পা আক্রান্ত শিশুদের বিনামূল্যে সুচিকিৎসার সুযোগকে ছড়িয়ে দিতে এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী সাইকেলে চড়ে ব্যতিক্রমী এ প্রচারাভিযান কর্মসূচী বাস্তবায়ন করছে। এই জনসচেতনতামূলক প্রচারাভিযানকে সফল করতে আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে পেডরোলো এন.কে. লিমিটেড, উত্তরা মোটরস্ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
গত ৬ ডিসেম্বর’১৪ চট্টগ্রাম থেকে আনুষ্ঠিকভাবে এ শুভ উদ্যোগের যাত্রার সূচনা হয়, এবং পর্যায়ক্রমে ৬০ তম জেলা শেষ করে এখন গাজীপুরে।
সারা দেশে সাইক্লিস্টদ্বয় তাদের প্রচারাভিযান পরিচালনা করবেন। এরই ধারাবাহিকতায় সাইক্লিষ্টদ্বয় ৬ এপ্রিল সোমবার গাজীপুরে সকল বিষয়ে তথ্য ও সচেতনতামূলক উপকরণ বিতরণ ও উপস্থিত জনতার সাথে জনসংযোগ করেন। এ সময় উপস্থিত জনতা তাদের এই কল্যাণমূলক কাজের জন্য সাধুবাদ জানান। এছাড়াও সাইক্লিষ্টদ্বয় এ বিষয়ে অবহিত করতে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. তৌহিদ বিন-হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। পরে তারা নরসিংদীর উদ্দেশ্যে প্রচারাভিযান যাত্রা শুরু করেন।
এমজেড/আরআইপি