আশা বাঁচিয়ে রাখলো আফগান সাহিন আসমায়ে


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম আবাহনীর কাছে হার দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু করেছিল আফগানিস্তানের সাহিন আসমায়ে এএফসি। পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগান ক্লাবটি।

বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে সাহিন আসমায়ে ৩-১ গোলে হারিয়েছে নেপালের মানাং মার্সিংয়াদি ক্লাবকে। এ জয়ে আফগানিস্তানের ক্লাবটির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেঁচে রইলো।

সাহিন আসমায়ের জয়ের নায়ক অধিনায়ক আমিরুদ্দিন শরিফী। দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রথম হ্যাটট্রিক করেছেন এ আফগান যুবক। ৩৮ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। ব্যবধান দ্বিগুণ করেন ৬৫ মিনিটে।

৭২ মিনিটে নেপালের ক্লাবটির বিমল বাসনেত গোল করে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। ৭৭ মিনিটে পেনাল্টি পায় আফগানিস্তানের ক্লাবটি। আমিরুদ্দিন হ্যাটট্রিক করে দলের জয়ও নিশ্চিত করেন।

সাহিন আসমায়ের জয়ে দুই ক্লাবের পয়েন্টই ৩ করে। রাতের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতে গেলে জমে যাবে ‘বি’ গ্রুপের খেলা।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।