প্রথম ওয়ানডেতে নিষিদ্ধ ডিকভেলা


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি দেখিয়ে মাঠ ছারায় শ্রীলঙ্কান ওপেনার নিরোশান ডিকভেলাকে সীমিত ওভারের দুই ম্যাচে নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হবে না শ্রীলঙ্কার এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যানের।  

এর আগে ১৯ ফেব্রুয়ারি গিলংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে তৃতীয় ওভারে আম্পায়ার আউট দেন ডিকভেলাকে। তবে রিপ্লে দেখার জন্য মাঠেই দাঁড়ান, মাটিতে লাথি দিয়ে অনেকটা সময় কাঁধের দিকে তাকিয়ে থাকেন লঙ্কান ব্যাটসম্যান। এই কাণ্ডে শুধু নিষেধাজ্ঞাই নয়, দিতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও।

এদিকে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার হিসাবে। এর আগে এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও ডিকভেলার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।