আমার অনুপস্থিতিতে দলে কোনো সমস্যা হবে না : সাকিব


প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

আইপিএল এইটে কেকেআর-এর জার্সিতে তাকে বেশি ম্যাচে দেখা যাবে না এবার। প্রথম দু’টি ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন সাকিব আল হাসান। কিন্তু তার অনুপস্থিতিতে দলে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন কেকেআর এর হয়ে খেলা এই বিশ্ব সেরা অল-রাউন্ডার।

রোববার ইডেনে নাইটদের প্র্যাকটিস শেষে শাকিব জানান, মনে হয় না আমার অনুপস্থিতি দলে কোনও সমস্যা হবে। আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। অনেক বড় টুর্নামেন্ট। যে কেউ চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে। সুতরাং ব্যাক-আপ রাখতে হয়।

বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্স। কেকেআর-এর দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে। ১১ তারিখ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে গম্ভীর অ্যান্ড কোং।

প্রথম দু’টি ম্যাচে খেলে দেশে ফিরে আসবেন তিনি। এপ্রিলের মাঝামাঝি দেশে মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজ শেষে আবারও ভারতে যাবেন সাকিব। ফলে শেষ দিকে লিগের দু’টি ম্যাচ নাইট জার্সিতে আবারও দেখা যেতে পারে বিশ্ব সেরা এই অল-রাউন্ডারকে।

আরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।