গ্রিজম্যানের নৈপুণ্যে অ্যাথলেটিকোর জয়


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে আরও এক ধাপ এফিয়ে গেলো অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রিজম্যানের নৈপুণ্যে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলতে থাকে অ্যাথলেটিকো। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সাউল। গ্যাব্রিয়েল ফার্নান্দেজের পাস থেকে বাঁ-পায়ের বিদ্যুৎ গতির বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই মিডফিল্ডার। ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। পাল্টা এক আক্রমণে গামেইরোর পাস ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

grizman
বিরতি থেকে ফিরে গোল করে স্বাগতিকদের খেলায় ফেরার ইঙ্গিত দেন কারিম বেলারাবি। তবে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গামেইরো গোল করলে ৩-১ এ এগিয়ে যায় অ্যাথলেটিকো। ম্যাচের ৬৭ মিনিটে স্টেভান সাভিচের আত্মঘাতী গোলে আবারো ব্যবধান কমায় স্বাগতিক লেভারকুসেন। তবে ৮৬ মিনিটে তোরেস গোল করলে বড় জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে গতবারের রানার্সআপরা।

এদিকে দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ফ্রান্সের দল মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।