ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পাঠানোর আহ্বান খালেদার
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রেরণ ও পূণর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, বগুড়াসহ দেশব্যাপী প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ২৫ জনের অধিক লোকের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত এবং বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতির সংবাদে আমি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এদেশের মানুষ ধৈর্য ও সাহসের সাথে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
খালেদা বলেন, আমি বিশ্বাস করি, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী জনগণ আজকের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সক্ষম হবে। আমি দোয়া করি- ঘূর্ণিঝড়ে যেসব পরিবারের মানুষ প্রাণ হারিয়েছেন মহান রাব্বুল আলামীন যেন সেসব পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
শোকবার্তায় তিনি দেশব্যাপী প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের আঘাতে ২৫ জনের অধিক লোকের প্রাণহানি ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি কালবৈশাখী ঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএম/আরএস/আরআই