পিসিবিকে সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ বিসিবির


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

প্রতিশ্রুতি অনুযায়ী সফরে যেতে না পারায় পাকিস্তানের ক্ষতি পোষাতে তিন লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবির বোর্ডসভা শেষে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু দেশটির নিরাপত্তার কারণে সফর বাতিল করে  বাংলাদেশ। ফলে আইসিসি`র নিয়ম অনুযায়ী দেশটিকে ক্ষতিপূরণ দিচ্ছে বাংলাদেশ।
 
পাপন বলেন, ‘পাকিস্তানকে ক্ষতিপূরণ বাবদ তিন লাখ ২৫ হাজার ডলার দেওয়া হবে। এরপর আর তাদের কোনো দাবি থাকবে না। তবে তারা ৯ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছিল। আমরাও তিন লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে চাইনি। তবে শেষ পর্যন্ত তিন লাখ ২৫ হাজার ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

২০১২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল  বাংলাদেশের। তবে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়  বাংলদেশের উচ্চ আদালতে এই সফরের উপর নিষেধাজ্ঞা জারি করলে টাইগারদের এই সফর বাতিল হয়ে যায়।

এবার পাকিস্তানের বাংলাদেশ সফরকে সামনে রেখে পিসিবি সিরিজের লভ্যাংশের ৫০ ভাগ দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় বিসিবি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী সফর বাতিল করলে সংশ্লিষ্ট দেশকে ক্ষতিপূরণ দিতে হবে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।