পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন বাংলাদেশের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  সে কারণেই পাকিস্তানের বিপক্ষে সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বোর্ডসভা শেষে সাংবাদিকদের  পাপন বলেন, ‘যেহেতু ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে আলাদা অধিনায়ক রাখার সিদ্ধান্ত বহাল আছে।  সেহেতু  পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাশরাফির জায়গায় নেতৃত্ব দেবেন সাকিব। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন নিয়মিত অধিনায়ক মাশরাফি।’

জিম্বাবুয়ে সিরিজের আগে বোর্ড সভায় টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা অধিনায়ক এবং সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। টেস্টে  মুশফিকুর রহিমকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করা হয়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।