সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

রোলবল বিশ্বকাপের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা সেমিফাইনালে উঠে ইতমধ্যেই নিজেদের সেরা সাফল্য দেখিয়েছে। ফাইনালে উঠে সাফল্যকে আরো রাঙিয়ে দেয়ার অপেক্ষায় আসিফ-হৃদয়রা। মেয়েরা প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর লাল-সবুজ নিশান এখন পুরুষদের হাতে। ফাইনালে ওঠার পথে এখন বাধা মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। বিকেলে হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৬-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইরান।

বুধবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিকেল পৌনে ৩ টায় শুরু হবে বাংলাদেশ ও ইরানের মধ্যেকার সেমিফাইনাল। একই ভেন্যুতে সকাল সাড়ে ১১ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও কেনিয়া। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ভারত ৪০-০ গোলে জম্বিয়াকে এবং কেনিয়া ৬-৫ গোলে লালটিভয়াকে পরাজিত করেছে।

আরআই/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।