পাকিস্তান সিরিজেই টাইগারদের জার্সিতে টপ অব মাইন্ড


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে সাহারা স্থান দখল করলো দেশের সর্ববৃহৎ বিজ্ঞাপণ প্রতিষ্ঠান টপ অব মাইন্ড। এর ফলে আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজেই টাইগারদের জার্সিতে দেখা যাবে টপ অব মাইন্ডকে।

সম্প্রতি `সাহারা ইন্ডিয়া` গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বি ভ্যালির সঙ্গে মেয়াদ শেষ হবার ১৫ মাস আগেই চুক্তি বাতিল করে বিসিবি। এর পর নানা প্রশ্ন ওঠে কে হচ্ছেন বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের স্পন্সর। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২ কোটি ১১ লাখ টাকার বিনিময়ে সাহারার স্থান দখল করে দেশের সর্ববৃহৎ বিজ্ঞাপণ প্রতিষ্ঠান টপ অব মাইন্ড।

তবে এ নিয়ে রোবববার বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি কর্তৃপক্ষ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।