ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা


প্রকাশিত: ১০:১৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সকলের মত শ্রদ্ধা দেখালেন ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শুরুর আগে বিকেএসপি’র শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ক্রিকেটার ও কর্মকর্তারা।

১৯৫২ সালের ২১ ফেরুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবীতে প্রাণ দিয়েছেন সালাম-জাব্বার-রফিক-শফিউলরা। তাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের সর্বস্তরের মানুষ। বুধবার তাতে শামিল হলেন ক্রিকেটাররাও।

sports

শুধু শহীদ মিনারে ফুল দিয়েই শ্রদ্ধা দেখাননি সৌম্য-রুবেল-ইমরুলরা। ম্যাচ শুরুর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এছাড়াও অনেক ক্রিকেটার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদের মধ্যে টেস্ট দলের অধিনায়ক মুশফিকসহ অনেকেই প্রভাতে শহীদ মিনারে গিয়ে ফুলও দিয়েছেন।

আরটি/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।