পাঁচ পেসারের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

উপমহাদেশের উইকেটগুলো স্বাভাবিকভাবেই স্পিনবান্ধব হয়ে থাকে। শ্রীলঙ্কাও এর ব্যতিক্রম নয়। তবে সে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ পাঁচজন পেসার নিয়ে দল গঠন করেছে। যেখানে ভারত সফরেও ছিল চারজন। তবে দীর্ঘ সফরে পেসারদের ফিটনেস ও উইকেটের কথা চিন্তা করেই পাঁচজন পেসার নেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সর্বশেষ ভারত সিরিজে দলে ছিলেন তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায় ও শফিউল ইসলাম। অনুমিতভাবেই শ্রীলঙ্কা সফরে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। আর শফিউল ইসলামের জায়গায় এসেছেন রুবেল হোসেন। তাই লঙ্কানদের মোকাবেলায় এবার পেসারদের প্রাধান্যই থাকছে।

দলে পাঁচজন পেসারের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘শ্রীলঙ্কার গলে ঘাসের উইকেট থাকতে পারে। ওরা স্পোর্টিং ট্র্যাক দিলে হয়তো তিনটা সিমার নিয়ে খেলতে হতে পারে। তো এখান থেকে বসে বলা সম্ভব নয়, আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘কলম্বোর পি সারাতে আমরা সব সময়ই জানি টার্নি উইকেট হয়। সেই হিসেবে গলেরটা কিন্তু ভিন্ন হবে। হোম কন্ডিশনে কিভাবে উইকেট বানাবে এটা আমরা এখান থেকে বসে ভাবতে পারবো না। ওদের নিজস্ব একটা প্ল্যান থাকে। আমরা চেষ্টা করেছি সবকিছু বিবেচনা করে দলটা বানাতে।’

এর আগে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে বিরূপ পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। সেবার প্রস্তুতি ম্যাচে খেলার পর প্রথম টেস্টে হঠাৎ ইনজুরিতে পড়েন পেসার রবিউল ইসলাম। এবারও টেস্ট ম্যাচের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত পেসার নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক।

‘পাঁচজন পেসার নেওয়ার একটা যুক্তি আছে। আমাদের দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচও আছে। শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের এখান থেকে অনেক ইউনিক। এর আগে আমাদের রবিউলকে নিয়ে বাজে একটি অভিজ্ঞতা ছিল। প্রস্তুতি ম্যাচ খেলার পর টেস্টের প্রথমদিন থেকেই তার সমস্যা হচ্ছিল। আমাদের পেসারদের এক নাগাড়ে অনেক ওভার বল করার কম সামর্থ্য আছে। তাই সে দিক বিবেচনায় বাড়তি পেসার রাখা হয়েছে।’

এছাড়াও আমাদের ঘরোয়া ক্রিকেটেও পেসাররা দীর্ঘ সময় বোলিং করার সুযোগ পান না বলে জানান নান্নু। তাই পেসারদের সীমাবদ্ধতাটাকেও বড় করে দেখছেন তিনি। ১০ ওভারের বেশি বল করার সুযোগ হয় না বলেও জানান তিনি। তাই বাড়তি সতর্কতার জন্য একজন বেশি পেসার নেওয়া হয়েছে বলে যুক্তি দেন প্রধান নির্বাচক।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।