দ্বিতীয় টেস্টে ফিরবেন ইমরুল, তবে...


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দুর্ভাগ্যজনকভাবে নেই শেষ দুই বছর টেস্ট ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফরমার ইমরুল কায়েস। ২০১৭ সালে এসে একের পর এক ইনজুরিতে কাবু হয়েই জায়গা হারান এ ওপেনার। নিজেকে প্রমাণ করতে এখন খেলছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানে থেকে ফিরে ফিটনেস টেস্টে উতরাতে পারলে তিনি দ্বিতীয় টেস্টে অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দল ঘোষণা করেন নান্নু। এরপর ইমরুলের দল থেকে বাদ পড়া নিয়ে তিনি বলেন, ‘ইমরুল আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়। দূর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টের আগে সে ইনজুরিতে পড়ে গিয়েছে। ফিটনেসের জন্য ওকে আমরা বিসিএলে দুটি রাউন্ড দেখবো। ১ তারিখে ওর সেকেন্ড রাউন্ডটা শেষ হবে। দুইদিন বিশ্রাম নেওয়ার পর চার তারিখে ফিটনেস টেস্ট দেবে। ওর পজিশন যদি ভালো থাকে সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের জন্য তাকে আমরা দলে অন্তর্ভুক্ত করব।’

ইমরুল খেলার জন্য সম্পূর্ণ ফিট হলে বাদ দেওয়া হবে না কোন খেলোয়াড়কে। সে ক্ষেত্রে ১৬ সদস্য থেকে ১৭ সদস্যে পরিণত হবে দল। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যও তিনি বিবেচনায় আছেন বলে জানান নান্নু।   

‘ইমরুল ফিরলে স্কোয়াডটা দাঁড়াবে ১৭ জনের। যেহেতু লম্বা সফর। নিউজিল্যান্ডে আমরা বাড়তি কিছু খেলোয়াড় নিয়ে গিয়েছিলাম। আর ইমরুল তো আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বিবেচনায় আছে। সুতরাং তাকে আমাদের যোগ করতে কোন অসুবিধা হবে না।’

তবে নান্নু আশাবাদী ফিটনেস টেস্ট উতরে যাবেন ইমরুল, ‘লিটনকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। তবে আমার মনে হচ্ছে ইমরুল অবশ্যই ফিটনেস টেস্টে উৎরে যাবে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচ খেলার পর ওর অবস্থাটা কি দাঁড়ায়। মাসল ইনজুরি আগের থেকে বলা খুব মুশকিল। অনেকসময় মনে হয় সমস্যা নেই। কিন্তু লংগার ভার্সনে সেশনের পর সেশন ফিল্ডিং করতে হয়। আমরা আমাদের ফিজিও ও ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এখন ইমরুল যদি ফিটনেসে উতরে যেতে পারে, সেক্ষেত্রে সে দলে ফিরবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।