আইপিএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আইপিএলের নিলাম শেষ হয়ে গেছে। এখন চলছে হিসাব-নিকাশের পালা। কে কত দাম দিয়ে খেলোয়াড় কিনতে পেরেছে। কে কেমন দল গঠন করেছে কিংবা কে কত বেশি দাম পেয়েছে।  

সোমবার সকাল থেকেই ছিল চাপা উত্তেজনা। ব্যাঙ্গালুরুর নিলামে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা ক্রিকেটারদের কোন ফ্রাঞ্চাইজি আগে ঘরে ঢোকাবে- এ নিয়ে। শেষ পর্যন্ত দেখা গেলো খেলোয়াড় কেনাবেচায় অবিশ্বাস্যভাবে রেকর্ড দামে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিল রাইজিং পুণেসুপার জায়ান্ট।

আইপিএল নিলাম শুরু হওয়ার আগেই আলোচনায় ছিল স্টোকসের নাম। ধারণা করাই হচ্ছিল, তার দাম উঠবে আকাশছোঁয়া। অবশেষে সেটাই হলো।

Bowler
অথচ, ভারতীয় পেসার ইশান্ত শর্মা ২ কোটি ভিত্তিমূল্য নিয়েও থাকলেন অবিক্রিত। মাত্রই তিন-চারদিন আগে ঘোষিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দেখা গেছে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। তাকেই কিনলো না কোনো দল। তাদের মতো টি-টোয়েন্টি সুপারস্টারদের দিকে কেউ ফিরেও তাকাল না।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন এবারের আইপিএলে-

১. বেন স্টোকস (ইংল্যান্ড), দল : রাইজিং পুণে সুপারজায়ান্টস, মূল্য : ১৪.৫ কোটি
২. টাইমাল মিলস (ইংল্যান্ড), দল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দাম : ১২ কোটি
৩. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), দল: দিল্লি ডেয়ারডেভিলস, মূল্য: ৫ কোটি
৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), দল: কলকাতা নাইট রাইডার্স, মূল্য: ৫ কোটি
৫. প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), দল: দিল্লি ডেয়ারডেভিলস, মূল্য: ৪.৫ কোটি
৬. ক্রিস ওকস (ইংল্যান্ড), দল: কলকাতা নাইট রাইডার্স, মূল্য: ৪.২ কোটি
৭. রশিদ খান (আফগানিস্তান), দল: সানরাইজার্স হায়দরাবাদ, মূল্য: ৪ কোটি
৮. নাথান কাউল্টার নেইল (অস্ট্রেলিয়া), দল: কলকাতা নাইট রাইডার্স, মূল্য: ৩.৫ কোটি
৯. করণ শর্মা (ভারত), দল: মুম্বাই ইন্ডিয়ান্স, মূল্য : ৩.২ কোটি
১০. টি নটরাজান (ভারত) দল: কিংস ইলেভেন পঞ্জাব, মূল্য ৩ কোটি

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।