লাহোরেই হবে পিএসএলের ফাইনাল


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অনেক আগে থেকেই চিন্তা ভাবনা চলছিল, পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে। যদিও এতদিন সেটাকে বাস্তবে রূপ দিতে পারছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। লাহোরেই অনুষ্ঠিত হবে পিএসএলের ফাইনাল। দুবাইতে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন পিএসএল চেয়ারম্যান নাজম শেঠি। এরপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

তবে, পিএসএল ফাইনালে বিদেশি ক্রিকেটাররা খেলতে লাহোরে যাবেন কি না তা নিয়ে রয়েছে বিরাট এক প্রশ্ন। পিএসএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি মালিকদের বলে দেয়া হয়েছে তারা যেন নিজ নিজ দলের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। যদি বিদেশিরা যেতে না চায় তাহলে? এ ক্ষেত্রে পিসিবির সিদ্ধান্ত, বিদেশিরা লাহোরে যাক না যাক, লাহোরেই হবে ফাইনাল।

যদি অগত্যা বর্তমান দলে থাকা কোনো বিদেশি লাহোরে নাই যায়, তাহলে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নিলামের আয়োজন করবে পিসিবি। তাতে করে ফ্রাঞ্চাইজিগুলো তাদের দলের ঘাটতি পূরণ করার সুযোগ পাবে।

পাকিস্তানে একের পর এক আত্মঘাতি বোমা হামলার কারণে নিরাপত্তার চরম অনিশ্চয়তার মধ্যেও লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিল পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর এটা প্রথম পদক্ষেপ। ফ্রাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ যে, তারা দেশপ্রেমের দারুণ উদাহরণ সৃষ্টি করেছেন। ফাইনাল লাহোরে খেলতে সম্মত হয়েছেন।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।