নির্বাচনী কার্যালয়ে খোকন-মিলন


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া শোকজ নোটিশের জবাব দিতে রোববার দুপুর ৩টায় তারা রিটার্নিং কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদের কার্যালয়ে যান।

এর আগে শনিবার সকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। নোটিশে ৫ এপ্রিল বিকেল ৩টায় তাদের স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মৌখিক বা লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সাঈদ খোকনকে পাঠানো নোটিশে বলা হয়, দক্ষিণ সিটির নির্বাচনী এলাকার চকবাজারের শাহী মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে ও পরে প্রচারণারমূলক কাজে অংশ নিয়েছেন যা সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধির পরিপন্থী। যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করেছেন, তাই আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ রোববার বিকেল ৩টায় স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মৌখিক বা লিখিতভাবে জানাতে হবে।

মিলনকে পাঠানো নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কদ্দুস নির্বাচনী এলাকায় সরেজমিন পর্যবেক্ষণ করে দেখেছেন, মেয়র পার্থী হিসেবে সাইফুদ্দিন মিলন একাধিক স্থানে রঙিন পোস্টার লাগিয়েছেন। যা সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধির পরিপন্থী।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।