তামিম-তাসকিন-মিরাজকেও কিনলো না কেউ


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আইপিএলের নিলামে আগেই অবিক্রীত রয়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়। এবার তাদের সঙ্গে অবিক্রীত তালিকায় নাম লেখালেন বাকি তিনজনও। তামিম ইকবাল, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। এই তিন ক্রিকেটারকেও কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ।

বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান অন্যতম দুই সেরা দল সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মূল খেলোয়াড়। যে কারণে এই দুটি ফ্রাঞ্চাইজি তাদের আগেই দলে ধরে রেখেছিল।

এবারের নিলামে যে ৩৫১ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছিল, সেখানে ছিলে বাংলাদেশের ছয় ক্রিকেটারের নাম। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।

এর মধ্যে আগেই জানা গিয়েছিল মাহমুদউল্লাহ, সাব্বির এবং এনামুল হক বিজয়ের নাম নিলামে তোলা হলেও তাদের কেউ কেনার আগ্রহ প্রকাশ করেনি। শেষ দিকে এসে নিলামে উঠেছিল মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের নামও। এই তিনজনকেও নিতে চাইলো না কেউ। শেষ পর্যন্ত তারাও থেকে গেলেন অবিক্রীত। আইপিএলের দরজা তাদের জন্য খুললই না। ছয় ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি করে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।