তুষারের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে দক্ষিণাঞ্চল


প্রকাশিত: ১১:০৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফিরতি লেগের ম্যাচে প্রথম দিন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন তুষার ইমরান। মঙ্গলবার সে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। আর তার ডাবল সেঞ্চুরিতে ভর করেই রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিন শেষে ৩৯৪ রানে এগিয়ে রয়েছে দলটি।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফীসকে নিয়ে উইকেটে নেমে সকালে আরও ৫৭ রান যোগ করেন তুষার। তবে ব্যক্তিগত ৭৪ রানে নাফীস বিদায় নিলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান তিনি। ১৭৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন নাফীস।

এরপর নাসির হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ২২০ রানের দারুণ ইনিংস খেলেন তুষার। ৩৬৯ বল মোকাবেলা করে ২২ টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ইনিংস সাজান ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। শেষ দিকে মাত্র ৬৩ বল মোকাবেলা করে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ফলে ৫০১ রানের পাহাড়ই গড়েছে দলটি।

উত্তরাঞ্চলের পক্ষে ১০৫ রানে ৪টি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দি শুভ। এছাড়া সানজামুল ইসলাম ও নাসির হোসেন পান ২টি করে উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দারুণ সূচনা করেছিল বিসিবি উত্তরাঞ্চল। তবে দলীয় ৬২ রানে নাজমুল হোসেনকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় তারা। ফলে দলীয় ১০৭ রান পর্যন্ত যেতেই হারিয়ে ফেলে প্রথম সারির চার ব্যাটসম্যানকে। ৭৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন ফরহাদ হোসেন।

দক্ষিণাঞ্চলের পক্ষে ৪০ রানে ৩টি উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম। এছাড়া ১টি উইকেট পান আব্দুর রাজ্জাক।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।