বিএনপি সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলে সিটি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চায়। তিনি বলেন, আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অহেতুক উল্টাপাল্টা কিছু বলবেন না। লেভেল প্লেইং ফিল্ড মানে এই না, যারা মানুষ মেরেছে তাদের পুলিশ খুঁজবে না।

রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সুবোধ, শান্ত-শিষ্টের মতো আদালতে আসলেন, তাহলে হরতাল-অবরোধ ডেকে মানুষ হত্যা করলেন কেন?

কামরুল ইসলাম বলেন, আদালতে গেছেন, দীর্ঘদিন যান না। এটা মামলাকে বিলম্বিত করার কৌশল। আদালত তাকে জামিন দিয়েছে। আশা করি, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। বিচার বিলম্বিত করার আর কোনো কৌশল নিবেন না।

সংগঠনের কার্যকরী সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।