শ্রীলঙ্কা সফরে বাদ পড়ছেন ইমরুল কায়েস!


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

‘মুশফিকুর রহিম কীপিং করবে না’- এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের কারো মুখ থেকে এমন কথা শোনা যায়নি। তবে ভিতরের খবর, বিষয়টি গুরুত্বর সাথে বিবেচনায় রাখা আছে। তাই ১৬ জনের দলে মুশফিকের পাশাপাশি লিটন দাসকে রাখা হয়েছে।

কিন্তু একটি বড় খবর আছে, তা হলো শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে জায়গা হারাচ্ছেন ইমরুল কায়েস। বার বার ইনজুুুরির কবলে পড়া এ বাঁ-হাতি ওপেনারের ফিটনেস এবং টেস্ট খেলার শতভাগ সামর্থ্য নিয়ে সংশয়ে রয়েছেন নির্বাচকরা।

ভিতরের খবর, ইমরুল ১৬ জনের দলে জায়গা পাচ্ছেন না। তাকে বাইরে রেখেই দল সাজানো হচ্ছে। ইমরুল না থাকলে অবশ্য নতুন কোনো ওপেনারকে ডাকার দরকার মনে করছেন না নির্বাচকরা। তারা সৌম্য সরকারকে দিয়েই ওপেন করানোর চিন্তা করছেন।

ওদিকে লিটন দাস থাকায় দলে ব্যাটসম্যানের সংখ্যা বাড়ছে একটি। মোট ব্যাটসম্যান আটজন (তামিম, সৌম্য, মুমিনুল, মুশফিক, সাকিব, মাহমুৃদউল্লাহ, সাব্বির ও লিটন দাস)। এর বাইরে ৪ পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজ, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ/শফিউলের একজন) এবং তিন স্পিনার সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম- মোট ১৫ জন।

তাহলে ১৬ নম্বর সদস্য কে? তা নিয়ে আছে জোর গুঞ্জন। তিন মিডল অর্ডার ব্যাটসম্যান কাম অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম ইসলাম ও শুভাগত হোমের কথাই শোনা যাচ্ছে বেশি।

শেষ পর্যন্ত কে অন্তর্ভুক্ত হবেন, তার উত্তর হয়ত আগামীকাল বিকেলেই জানা যাবে। তবে এদের যে কেউ একজন যে হবেন, তা আগাম বলেই দেয়া যায়।  

এআরবি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।