আইপিএল উদ্বোধনীতে তারার ঝলক


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হতে চলেছে আরও এক ক্রিকেট উত্তেজনার আসর। এই উত্তেজনার নাম আইপিএল। আইপিএল এর চমক আর ঝলক কোনোটাই বিশ্বকাপের থেকে কম কিছু নয়। দেশ বিদেশের ক্রিকেটারদের সমাবেশ তো আছেই।

কখনো পাশাপাশি, কখনো সম্মুখ সমরে ২২ গজে দেখা যাবে মহারথীদের। চার ছক্কার হই হই যেমন আছে, তেমনই আছে উপছেপড়া গ্ল্যামারের ঝলক। হলিউড থেকে বলিউড, টলিউড থেকে টেলিউড, ঝলকে সামিল সবাই। হাজার তারাকে একফ্রেমে ধরার প্ল্যাটফর্ম আইপিএল।

আগামী ৭ এপ্রিল হতে যাচ্ছে আইপিএল-৮ এর উদ্বোধনী অনুষ্ঠান। আর এই  উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।  

এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের শো-স্টপার অনুষ্কা শর্মা। অনুষ্কার সঙ্গে মঞ্চে বিরাট কোহলি থাকলেও অবাক হবে না ক্রিকেট দুনিয়া। `পেয়ার কিয়া তো ডর না কেয়া` ভঙ্গিতেই হিট বিরাট-অনুষ্কা জুটি। বিশ্বকাপ শেষে হাতে হাত রেখেই সেই কথা জানিয়েছেন এই প্রেম যুগল।

বলিউডের হার্টথ্রুব হৃতিক রোশান এবারও থাকতে পারেন। আইএসএলের উদ্বোধনেও তাঁকে দেখা গেছে। ২০০২ সালেই যুবভারতীতেই প্রথম লাইভ শো করেছিলেন হৃতিক।

উদ্বোধনের মঞ্চে কোমর দোলাতে দেখা যেতে পারে বলিউড নবাব সাইফ আলি খানকেও। পারফর্মার হিসেবে থাকতে পারেন রক অন হিরো ফারহান আখতার।

আর আইপিএল উদ্বোধন হয়ত সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত দিয়েই শুরু হবে।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।