বাংলাদেশের মেয়েরাও দ্বিতীয় রাউন্ডে
রোলবল বিশ্বকাপের মহিলা বিভাগেও দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা শনিবার প্রথম ম্যাচে জিতেছিল নেপালের বিপক্ষে। গ্রুপের তৃতীয় দল ফিলিপাইন আসেইনি। ফলে দুপুরে নেপালের মেয়েরা এবং বিকেলে স্বগতিক মেয়েরা ওয়াকওভার পেয়ে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। রোববার বিকেল সোয়া তিনটায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ফিলিপাইনের মেয়েদের ম্যাচটি।
মিরপুরে আজ ভিয়েতনাম না আসায় ওয়াকওভার পেয়েছে জাম্বিয়া পুরুষ দল। গত আসরের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল ৯-৪ গোলে আইভরিকোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে বেলারুস ৫-১ গোলে উরুগুয়েকে হারিয়ে উঠে গেছে প্রি-কোয়ার্টার ফাইনালে। উরুগুয়ে নারী দল না আসায় ওয়াকওভার পেয়েছে বেনিন। শক্তিশালী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ডেনমার্কের নারী দল। উগান্ডা নারী দল ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে দলকে।
হ্যান্ডবল স্টেডিয়ামে তুরস্ক পুরুষ দলকে ২-০ গোলে হারিয়ে সৌদি আরব। একই ভেন্যুতে লাটভিয়া পুরুষ দল অনুপস্থিত থাকায় ওয়াকওভার পেয়েছে উগান্ডা দল। কেনিয়া ৫-৩ গোলে ডেনমার্কের পুরুষ দলকে হারিয়েছে। আর্জেন্টিনা পুরুষ দল ৪-১ গোলে উগান্ডাকে হারিয়ে উঠেছে দ্বিতীয় পর্বে।
আরআই/এমআর/আরআইপি