নিলামে থাকছেন না আইপিএল চেয়ারম্যান


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

দশম আইপিএলের নিলাম নিয়ে উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে। আগামীকাল (সোমবার) বেঙ্গালুরুতে বসছে নিলামের আসর। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের নিলামে থাকছেন না আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

নিলাম অনুষ্ঠানে না থাকা নিয়ে রাজীব শুক্লা বলেন, `নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় দুর্ভাগ্যবশত আমি এবারের নিলাম অনুষ্ঠানে উপস্থি থাকতে পারছি না। তবে আমি সকল ফ্রাঞ্চাইজিদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি অনেক ভালো একটি দিন কাটবে সবার।`   

চেয়ারম্যান হওয়ার পর এবারই প্রথম নিলামে উপস্থিত থাকতে পারছেন না রাজীব শুক্লা। উত্তর প্রদেশে নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আইপিএল চেয়ারম্যান।

এদিকে এবারের নিলামে প্রতিটি দলের নজর থাকছে ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকসের দিকে। ক্যাটাগরি `এ` ২ কোটি ভিত্তি মূল্যে থাকা এই তারকাকে কে দলে ভেড়াতে পারে এখন তাই দেখার বিষয়।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।