টস জিতে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহর কোয়েটা


প্রকাশিত: ১১:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

হায়দরাবাদ টেস্ট শেষে সংযুক্ত আরব আমিরাতে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন। দুটি ম্যাচ খেললেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেননি বাংলাদেশি এই অলরাউন্ডার। প্রথম ম্যাচটিতে হেরে যায় তার দল। এরপর গতকাল সাকিব-তামিমদের পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আজকের (শনিবার) প্রথম ম্যাচে লাহোর কান্দার্সের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহর কোয়েটা। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। টস জিতে প্রথমের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কোয়েটা দলপতি।

লাহোর কান্দার্সের একাদশ : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), জেসন রয়, ফাখর জামান, ডেলপোর্ট, উমর আকমল, মোহাম্মদ রেজওয়ান, সুনিল নারিন, সোহেল তানভীর, বিলওয়াল ভাট্টি, মোহাম্মদ ইরফান ও ইয়াসির শাহ।

কোয়েটা গ্লাডিয়েটর্সের একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক) সাদ নাসিম, আহমেদ শেহজাদ, কেভিন পিটারসেন, রিলে রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, হাসান খান ও জুলফিকর বাবর।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।