বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই : রমিজ রাজা
আসন্ন বাংলাদেশ সফরে টাইগারদের ব্যাটিং লাইন আপ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট দলকে সতর্ক করে দিলেন পাকিস্তানের সাবেক ডান-হাতি ব্যাটসম্যান রমিজ রাজা।
সম্প্রতি এনডিটিভি স্পোর্টসকে তিনি বলেন, ‘একটা ব্যাপার আমি সাফ বলে দিতে চাই, বাংলাদেশ এখন বদলে গেছে। বিশ্বকাপে ওরা প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। আর এই মুহূর্তে ওদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো। তাই ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।’
রমিজ রাজা আরও বলেন , অফ স্পিনার সাঈদ আজমল অবৈধ বোলিং অ্যাকশনের কারণেই বিশ্বকাপে খেলতে পারেননি। তিনি অ্যাকশন শুধরে নতুন অ্যাকশনে ফিরছেন। ফিরছেন বাংলাদেশের বিপক্ষেই।
কিন্তু রমিজ রাজা ভাষায়, আজমলকে আগের রূপে পাওয়া যাবে না। একজন বোলারকে যদি অভিযুক্ত করা হয় এবং পরীক্ষার মধ্য দিয়ে যায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরাটা খুব শক্তিশালী হয় না। ফিরেই সাফল্য পাওয়া আজমলের জন্য কঠিন হবে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের পাকিস্তান ও বাংলাদেশ দু`দলই কোয়ার্টার ফাইনালে খেলেছে। ব্যাটিংয়ে তারা ভালো করতে পারেনি পাকিস্তান। বোলিং দিয়ে ব্যাটিংয়ের অভাব পূরণ করতে হয়েছে তাদের। অন্যদিকে বাংলাদেশ বোলিংয়ে যেমন ভালো করেছে তেমন ব্যাটিংয়েও উন্নতির প্রমাণ রেখেছে। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো করেছেন। প্রমাণ করেছেন নিজেদের।
আরএস/পিআর