বিশ্বকাপে রেকর্ড গড়ায় টেস্টে ফিরলেন গাপটিল
বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়াসহ দুরন্ত পারফরম্যান্স দেখানো মার্টিন গাপটিল দুই বছর পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই ডাকা হয়েছে তাকে।
২০১৩ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই ৩১ টেস্টের শেষ ম্যাচটি খেলেছিলেন গাপটিল। সেবার হেডিংলি টেস্টে দুই ইনিংসে চার রান করে দল থেকে বাদ পড়েন ডানহাতি এ ব্যাটসম্যান। তবে বিশ্বকাপে ব্যাট হাতে গাপটিলের ধারাবাহিকতা আবারো তার টেস্টের দরজা খুলে দিয়েছে।
আসন্ন সেই সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ২১ মে প্রথম টেস্টটি আয়োজিত হবে লর্ডসে। ২৯ মে দ্বিতীয় টেস্ট হেডিংলিতে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। আর একমাত্র টি-টোয়েন্টি হবে ২৩ জুন, ওল্ড ট্রাফোর্ডে।
এই সফরে গাপটিলের পাশাপাশি টেস্টে দলে পেসার ম্যাট হেনরি ও ওয়ানডে দলে নতুন মুখ অলরাউন্ডার মিশেল স্যান্টনারকে ডাকা হয়েছে।
টেস্ট স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডুগ ব্রাসওয়েল, মার্ক ক্রেইগ, ম্যাট হেনরি, টম লাথাম, লুক রঞ্চি, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, ম্যাট হেনরি, টম লাথাম, মিশেল ম্যাকক্লেনগান, নাথাম ম্যাককুলাম, অ্যাডাম মিলনে, লুক রঞ্চি, মিশেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও কেন উইলিয়ামসন।
# নিউজিল্যান্ড দল ঘোষণা
একে/আরআই