বিসিএল`র লোগো উন্মোচন, টুর্নামেন্ট শুরু রোববার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে বিসিবিতে এ লোগাে উন্মোচন করেন টুর্নামেন্টের দলীয় অধিনায়করা।
রোববার থেকে সাউথ জোন, নর্থজোন, ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন নামে চারটি দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফ্রাঞ্চাইস ভিত্তিক ওয়ানডে টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
সাউথ জোনের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নর্থ জোনের অধিনায়কত্ত্ব করবেন নাসির হোসেন, ওয়ালটন সেন্ট্রাল জোনের দায়িত্বে থাকবেন মাহমুদ্দলাহ রিয়াদ ও ইসলামী ব্যাংক সাউথ জোনের অধিনায়কত্বের ভার পড়েছে মুমিনুল হকের উপর।
লোগো উন্মোচন অনুষ্ঠানে চার অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। একই দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ভালো হবে।’
একে/পিআর