‘বার্সেলোনার চেয়েও বড় মেসি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কোন খেলোয়াড়ই দলের চেয়ে বড় নয়। তবে আর্জেন্টিনা ও বার্সা তারকা মাসচেরানো বলছেন উল্টো কথা। তার মতে, বার্সেলোনার চেয়েও বড় মেসি।

বার্সেলোনার অফিসিয়াল ম্যাগাজিনকে মাসচেরানো বলেন, `মেসির কোনও বিকল্প হয় না। ও বিশ্বের সেরা ফুটবলার। লোকে যাই বলুক, আমার মতে ইতিহাসের সেরা, ক্লাবের থেকেও অনেক বড় মেসি।`  

গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ সদস্য কার্লোস পুয়োল, জাভি, ও দানি আলভেজ বার্সেলোনা ছেড়ে গেলেও ক্লাবের সাফল্য অব্যাহত আছে। ২০০৫ থেকে ক্লাবের হয়ে ২৮টি শিরোপা জেতা মেসির উপস্থিতির গুরুত্ব এখানে অপরিসীম। এ নিয়ে মাসচেরানো আরও বলেন, বার্সেলোনায় গত কয়েক বছরে অনেক বড় বড় প্লেয়ার এসেছে। তাদের নাম ক্লাব ইতিহাসে লেখা থাকবে। তবে সবার জায়গা একদিন না একদিন ভরাট হয়ে যাবে। ব্যতিক্রম শুধু মেসি। ও ক্লাবের থেকেও বড় চরিত্র।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।