হংকংকে উড়িয়ে দিয়ে শুরু বাংলাদেশের


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তিনটার ম্যাচ শুরু পৌনে পাঁচটায়। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের  হ্যান্ডবল স্টেডিয়ামে-রোলবল বিশ্বকাপের শুরুর এ অব্যবস্থাপনাগুলো প্রথম ম্যাচেই ভুলিয়ে দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

একটা বড় আসর যেভাবে শুরু করলে দলের মনোবল চাঙ্গা হয় তার চেয়ে অনেক বেশিই করেছেন আসিফ-হৃদয়রা। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে দিয়ে রোলবল বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিকরা।

পাঁচ মিনিট বিরতি দিয়ে দুই অর্ধে খেলা ১৫ মিনিট করে। বাংলাদেশ প্রথমার্ধে ৭-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে করেছে আরো ১২ গোল। অথচ এ ম্যাচে ১৫ সেকেন্ডেই এগিয়ে গিয়ে বাংলাদেশকে হতবাক করে দিয়েছিল হংকং। ম্যাচে ফিরতে অবশ্য মিনিট পার করতে হয়নি লাল-সবুজ জার্সিধারীদের (যদিও বাংলাদেশের জার্সি লাল-সবুজ নয়, ছিল লাল-হলুদ)। ৩৫ সেকেন্ডেই স্কোর ১-১ করে বাংলাদেশ।

বাংলাদেশের বড় জয়ে প্রধান ভূমিকায় ছিলেন অ্যাটাকার দ্বীন হাসান হৃদয়। তিনি একাই করেছেন ৯ গোল। ম্যাচের পর বাংলাদেশ দলের অধিনায়ক আসিফ ইকবাল বলেছেন,‘আমরা এ জয়ে দারুণ খুশি। যেভাবে প্রথম ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলতে পেরেছি। পিচে প্রথম দিকে ধুলো ছিল বলে একটু সমস্যা হয়েছিল। আশা করি, পরের ম্যাচগুলোতে এ সমস্যা থাকবে না।’

বাংলাদেশ শনিবার দ্বিতীয় ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।