বোলিংয়ের অনুমতি পেলেন স্যামুয়েলস


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

অ্যাকশনের পরিবর্তন এনে আবারো বোলিংয়ের অনুমতি পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা মারলন স্যামুয়েলস। এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতে আইসিসি জানায়, বোলিং করার সময় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রী অনুমোদিদ সীমার মধ্যেই থাকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর কোনো সমস্যা নেই ক্যারিবীয় এ অফ স্পিনারের।   

২০১৫ সালের ২৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে স্যামুয়েলসের বোলিং নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা।  সেই বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য স্যামুয়েলসের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত ২৯ জানুয়ারি লাফবোরোতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন মারলন স্যামুয়েলস। আর এই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন ক্যারিবিয়ান এই অফস্পিনার।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৭১টি টেস্ট, ১৮৭টি ওয়ানডে ৫১টি টি-টোয়েন্টি খেলা স্যামুয়েলসের ঝুলিতে রয়েছে মোট ১৪৫টি উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।