আলোকিত নিয়ামতপুর এখন অন্ধকারে


প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৪ এপ্রিল ২০১৫

নওগাঁর নিয়ামতপুরে আলোকিত নিয়ামতপুর এখন অন্ধাকারে। নওগাঁ-১ সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার ও নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হকের যৌথ প্রচেষ্টায় উপজেলা সদরকে আলোকিত রাখতে প্রধান সড়কে আলোর ব্যবস্থা করা হয়। গত অক্টোবর মাসে এ আলোকিত নিয়ামতপুর নামে প্রজেক্ট উদ্বোধন করেন সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।

কিন্তু কয়েক মাসের মাথায় রাস্তার বাল্বগুলো কেটে গেলে আজ পর্যন্ত আর লাগানো হয়নি। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় বার বার উত্থাপিত হলেও আজ পর্যন্ত সমাধান হয়নি।নিয়ামতপুর দেওয়ান পাড়ায় মোট বাল্বের সংখ্যা ৯টি কিন্তু কেটে গেছে আটটি, মাত্র একটি বাল্ব জ্বলছে। উপজেলার সদরের প্রায় বাল্বগুলো কেটে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম হোসেনের কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি জানান বাল্ব লাগানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ যদি রাস্তা অন্ধকারেই থাকে তাহলে আলোকিত নিয়ামতপুর করার কি দরকার ছিল? অবিলম্বে রাস্তার বাল্বগুলো পরিবর্তন করে আবার আলোকিত নিয়ামতপুর করার দাবি জানান তারা।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।