‘সাকিবকে বোঝানোর কিছু নেই’


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বরাবরই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন সাকিব আল হাসান। ওয়ানডে, টি-টোয়েন্টির মত টেস্ট ক্রিকেটেও প্রায় একই ঢংয়ে ব্যাটিং করতে পছন্দ করেন তিনি। তাতে সফলতাও পান। তবে এ নিয়ে ক্ষোভ রয়েছে ক্রিকেটবোদ্ধাদের। প্রয়োজনের সময় দায়িত্ব নিতে ব্যর্থ হন বলে কুখ্যাতিও রয়েছে তার। যদিও নিজের দায়িত্ববোধ সম্পর্কে সাকিবের নিজেকেই বুঝতে হবে বলে জানালেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এসব বিষয়ে নতুন করে সাকিবকে কিছু বোঝানোর নেই বলেও উল্লেখ করেন তিনি।

সাকিবের ব্যাটিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘আসলে সাকিবকে বোঝানোর কিছু নাই। সে কিন্তু ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ও টিকে থাকতে চেয়েছিলো; কিন্তু একটা বল লাফিয়ে গ্লাভসে লেগে আউট হয়ে গেলো। তার নিজস্ব গেমপ্ল্যান থাকে। ওর প্ল্যান হয়তো মুশফিক, তামিম বা রিয়াদের সঙ্গে মিশবে না। মাঠের ভিতরের পরিবেশটা ভিন্ন। সাকিব জানে, কিভাবে কী করতে হবে। তবে, কিছু কিছু পরিস্থিতিতে সচেতন থাকতে হবে।’

গ্রেট খেলোয়াড়রা সব সময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে। সেক্ষেত্রেও তারা নিজেদের স্টাইলই ফলো করেন বলে মনে করেন সুজন। সে হিসেবে সাকিবকে সমর্থন দেন তিনি। তবে পরিবেশ একটু বিশ্লেষণ করার জন্য সাকিবকে পরামর্শও দিলেন সাবেক এ অধিনায়ক।   

‘অনেকের ব্যক্তিগত স্টাইল থাকে। গ্রেট খেলোয়াড় যারা আছে, তারা ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাটিং করে। যদিও তারা নিজস্ব স্টাইলেই করে। আমার মনে হয় সাকিব, যা বলেছে ঠিকই বলেছে। তবে আমার মনে হয়, এ সব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিবেশ একটু বিশ্লেষণ করতে হবে।’

উল্লেখ্য, চলতি মাসের শেষেই শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে পিএসএল খেলতে ইতোমধ্যেই আরব আমিরাতে উড়ে গেছেন সাকিব।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।