শ্রীলংকা সফরেই স্বপদে ফিরছেন সুজন


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

স্থায়ী না হলেও প্রায় আড়াই বছর ধরেই বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলও এ সময় দারুণ সাফল্য দেখিয়ে আসছিল। তবে নিউজিল্যান্ড এবং ভারতে বাংলাদেশের শেষ দুই সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে টাইগারদের সঙ্গে ছিলেন না বর্তমান গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এই দুই সফরে বাংলাদেশের সাফল্য বলেতে গেলে শূণ্য। তবে এবার আবারও স্বপদে ফিরে আসছেন তিনি। শ্রীলঙ্কা সফরেই দলের সঙ্ড়ে যাচ্ছেন বলে জানালেন নিজেই।

জাগোনিউজের পাঠকরা অবশ্য দু’দিন আগেই জেনে গিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সুজন। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুজন। এ সময় শ্রীলঙ্কায় যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যতোটুকু জানি, আমি হয়তো যাচ্ছি। বোর্ড থেকে আপাতত শ্রীলঙ্কা সফরের জন্যই বলা হয়েছে। এর বেশি কিছু জানি না।’

সুজনের পরিবর্তে শেষ দুই সিরিজে টিম বাংলাদেশের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিকেট অপারেশন্সের সাব্বির খান। শ্রীলংকায় আবার সুজনকে দেখা যাচ্ছে। তবে এবার সেই আগের মতই স্বল্প মেয়াদী না দীর্ঘ মেয়াদী সেটা খোলসা করে বলেননি তিনি।

‘কিভাবে থাকবো, তা বিসিবির ব্যাপার। তবে আমি বাংলাদেশ দলকে সহয়তা করে যেতে চাই। যদি আমার থাকাটা গুরুত্বপূর্ণ মনে হয়, তখন থাকবো। যে কোনো জায়গা থেকে যদি দলকে সহয়তা করতে পারি, সেটা দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী হতে পারে। যদি দীর্ঘ মেয়াদে হয়, সেটা পরিকল্পনা করতে সহজ হয়।’

উল্লেখ্য, ২০১৪ সালে ঘরের মাঠে ভারত সিরিজ থেকে অস্থায়ীভাবে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সুজন। পাশাপাশি বিসিবির বর্তমান গেমস ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।