সাকিব-তামিম-মাহমুদউল্লাহর পিএসএলে খেলার সূচি


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার আগে নিজের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে নাম লেখানো বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান পিএসএলে সাকিব ও তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। অন্যদিকে প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

এদিকে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে নিজের প্রথম ম্যাচে নিজের দল হারলেও ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ বলে ২টি চার এবং একটি ছয়ে ২৯ রান করেন এই তারকা।

এদিকে মাহমুদউল্লাহ মাঠে নামলেও এখনো খেলা হয়নি পেশোয়ার জালমির হয়ে নাম লেখানো বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের।   

চলুন এক নজরে দেখে নেওয়া যাক পিএসএলে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচের সূচি :

তারিখ                                         প্রতিপক্ষ
১৫ ফেব্রুয়ারি       কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড
১৭ ফেব্রুয়ারি       পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
১৮ ফেব্রুয়ারি       কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্ডার্স
১৮ ফেব্রুয়ারি         পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড                                                          
১৯ ফেব্রুয়ারি          পেশোয়ার জালমি বনাম করাচি কিংস                                                                       
২৩ ফেব্রুয়ারি         কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস                                                    
২৪ ফেব্রুয়ারি        পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্ডার্স                                                                   
২৪ ফেব্রুয়ারি         কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড
২৫ ফেব্রুয়ারি        পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।