চুয়াডাঙ্গায় পুলিশ গ্রামবাসী সংঘর্ষে আহত ১০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষীপুর ওয়াজ মাহফিলের চাঁদাতোলা নিয়ে পুলিশ গ্রামবাসী সংঘর্ষ চলছে। পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।
এখন পর্যন্ত সংঘর্ষে ২ পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ লাইন, ডিবি পুলিশ, আলমডাঙ্গা থানা পুলিশসহ দামুড়হুদা মডেল থানার শতাধিক পুলিশ নিয়ে পুলিশ সুপার, সহকারী পুলিশ গ্রামে অবস্থান করছনি।
একটি সূত্র জানিয়েছে পুলিশের ২ টা রাইফেল গ্রামবাসী লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ও সহকারি পুলিশ সুপার সফিউল্লাহ’র মোবাইলে ফোন দিলে তারা তা রিসিভ না করায় অস্ত্র লুট, পুলিশ সদস্য আহতসহ পুলিশ কয় রাউন্ড গুলিবর্ষণ করেছে তা জানা সম্ভব হয়নি।
এমজেড/পিআর