একই দিনে জন্ম, একই দিনে বিয়ে


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

২৯ বছর আগে একই দিনে একই চেহারা নিয়ে জন্মেছিলেন তিন বোন। তাই বিয়েটাও একই দিনে আয়োজন করে কাউকে অখুশি করলেন না অভিভাবকরা।    

গত ২১ মার্চ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুল এলাকায় একটি অনুষ্ঠানে রাফায়েলা, রোচেলে ও তাগিয়ানে নামে  ওই তিন যমজ বোনের এক সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।

তাদের দেখে ধন্দে পড়েছিলেন অতিথিরা। কারণ ওই তিন বোনই বিয়ের দিন সাদা পোশাকে মৎস্যকুমারীর বেশ ধরেছেন। একই রকম স্টাইলের চুলে দিয়েছিলেন একই রকমভাবে ওড়না। পার্থক্য কেবল হাতে থাকা তোড়ায় ফুলের রংগুলোতে।

ওই তিনজন ছোটবেলা থেকেই সব কাজ একসঙ্গে করতেন। সে সময় থেকে একই দিনে বিয়ের স্বপ্ন দেখতেন তাঁরা। তাঁদের সেই স্বপ্নপূরণ হওয়ায় ভীষণ খুশি বাবা পেদ্রোও।
 
ব্যতিক্রমী এই বিয়েতে বরযাত্রী ছিলেন ১৮ জন। তাঁরা বরের সঙ্গে তাল রেখে বিভিন্ন রঙের পোশাক পরেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।