বাংলাদেশ সিরিজ: আজমল ইন, আকমল আউট


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

আসন্ন বাংলাদেশ সফরে তিন ফরমেটেই (টেস্ট, ওয়ানডে ও টি-২০) পাকিস্তান স্কোয়াডে যুক্ত হয়েছেন বোলিং অ্যাকশনে উত্তীর্ণ হয়ে দলে ফেরা সাঈদ আজমল।

এদিকে বিশ্বকাপে দলে থাকা ওমর আকমল  বাদ পড়েছেন। এছাড়া পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকে রাখা হয়েছে শুধুমাত্র টি-২০-তে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহাইল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সোহাইল খান, রাহাত আলী।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহাইল, শোয়াইব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহাইল খান।

টি-২০ স্কোয়াড: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুকতার আহমেদ, শোয়াইব মাকসুদ, হারিস সোহাইল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সোহাইল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহাইল খান, উমর গুল, জুনাইদ খান।

বাংলা নববর্ষের আগের দিন (১৩ এপ্রিল) বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।