বিদেশি লিগে আর খেলা হলো না ইউসুফ পাঠানের


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ক’দিন আগে মনে হচ্ছিল, বিসিসিআই তাদের ‘সনাতন ধারণা’ থেকে সরে এসেছে। খেলতে হলে ঘরের লিগগুলোতেই খেলো; এমন নিয়মই মানতে হয় ভারতীয় ক্রিকেটারদের। বিদেশি ফ্রাঞ্জাইজিভিত্তিক কোনো লিগে খেলতে দেয়া নিয়ে বড় আপত্তি বিসিসিআইয়ের।

নাহ, ‘সনাতন ধারণা’ থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রথম ভারতীয় হিসেবে ইউসুফ পাঠান বিদেশি লিগ খেলার সবুজ সঙ্কেত পেয়েছিলেন। হংকংয়ের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে (হংকং টি-টোয়েন্টি ব্লিজে) কুলুন ক্যান্টসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু বিসিসিআই তাদের সিদ্ধান্ত বদল করেছে। ইউসুফ পাঠানের অনাপত্তিপত্র বাতিল করেছে ভারতীয় বোর্ড।

শুধু ইউসুফ কেন, এখন আর কোনো ভারতীয় ক্রিকেটারই বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন না। হঠাৎ সিদ্ধান্ত বদলের নেপথ্যের কারণও অবশ্য জানায়নি বিসিসিআই।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের নিজস্ব ব্র্যান্ড নাম রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের খেলা মানেই ভারতীয় দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। এর মানে, আমাদের স্পন্সর প্রতিষ্ঠানগুলো ওইসব লিগে বিনিয়োগ করতে চায়। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেয়া হয় না।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।