বিতর্কিত মন্তব্যটি করেননি নন্দিতা


প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০২ এপ্রিল ২০১৫

‘সব পুরুষই সম্ভাব্য ধর্ষণকারী’ এই মন্তব্যের জের ধরে তোপের মুখে পড়েছেন ভারতীয় মননশীল চলচ্চিত্রের মেধাবী অভিনেত্রী নন্দিতা দাশ। নন্দিতা, যিনি একইসঙ্গে একজন মানবাধিকার কর্মীও, এ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং দাবি করেছেন, এই উক্তি তিনি আদতেই করেননি।

সম্প্রতি হ্যাশট্যাগ নন্দিতাদাশকোটস দিয়ে এই উক্তিটি খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং প্রচুর পাল্টা টু্‌ইট আসতে থাকে এর সমালোচনায়। সাধারণভাবে পুরুষরা উক্তিটিকে নিজেদের ওপর আক্রমণ ধরে নেয়। কড়া সমালোচনা হয় শ্যামবর্ণ এই অভিনয়শিল্পীর।

শেষপর্যন্ত বৃহস্পতিবার এই সমালোচনার মুখেই টুইটারের আশ্রয় নেন নন্দিতা। তিনি লেখেন- উক্তিটিতে আমার বক্তব্যকে ভুলভাবে দেখানো হয়েছে। এটা কী ধরণের নির্বোধ সাধারণীকরণ! আমাকে এর ব্যাখ্যা দিতে লিখতে হচ্ছে, সেটাই দু:খজনক”।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।