আইপিএলের নিলামে মিরাজ


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন। তারপর তো মিরাজ বন্দনায় মেতেছিল ক্রিকেট বিশ্ব। এবার আইপিএলের নিলামে ডাকা হবে বাংলাদেশি এই অলরাউন্ডারের নাম। আইপিএলের নিলামে মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ লাখ)।

শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজই নয়; অনূর্ধ্ব-১৯ দলে মিরাজের পারফরম্যান্সও মাথায় রাখা হয়েছে। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। বল হাতে যেমন কার্যকর, তেমনি ব্যাট হাতেও রান তুলতে পারদর্শী। অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে যা খুবই কার্যকর।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন মিরাজ। ১৫ ম্যাচে ১২ উইকেট লাভ করেছেন ১৯ বছরের এই যুবা। দিনকে দিন আরও পরিণত হচ্ছেন। জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে তার ব্যাট হাসছিল না। কিন্তু হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ফিফটি তুলে নেন। ৫১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান।

প্রসঙ্গত, এবারের আইপিএলের নিলামে বাংলাদেশের মোট ছয় ক্রিকেটার রয়েছেন। মেহেদী হাসান মিরাজ ছাড়াও রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়) ও তাসকিন আহমেদ। মিরাজের মতো প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ লাখ)। সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ রেখে দিয়েছে।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।