অবশেষে মাহমুদউল্লাহর ব্যাটে রান


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ফর্মটা খারাপ যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। আর সাদা জার্সিতে বড় স্কোরের দেখাই পাচ্ছিলেন না তিনি। তবে দলের খুবই প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি।

সোমবার হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গুরু দায়িত্ব নিয়ে সাকিবের সঙ্গে দিন শুরু করেছিলেন তিনি। শুরুতেই দুর্ভাগ্যবশত হারান সাকিবকে। এরপর অধিনায়ক মুশফিকুর রহীমও থাকতে পারেননি বেশিক্ষণ।

braverdrink

তবে ঠিক সময়ে দারুণ ধৈর্যশীল ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ১১৫ বল মোকাবেলা করে তুলে নেন হাফসেঞ্চুরি। আর নিজের এ ইনিংসটি সাজান ৬ টি চারের সাহায্যে। আর এ সময় বাংলাদেশের সংগ্রহ ১৭৬ রান। তার ব্যাটেই এখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। আর এ সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ১৭৬ রান।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।