বার্নলির মাঠে পয়েন্ট হারালো চেলসি
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা চেলসি পয়েন্ট তালিকায় ত্রয়োদশ স্থানে থাকা বার্নলির মাঠে হোঁচট খেয়েছে। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কোন্তের শিষ্যরা।
দুর্দান্ত ফর্মে থাকা চেলসি ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পেদ্রো। ডান দিক থেকে কান্তের বাড়ানো বলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সার সাবেক এই তারকা।
তবে চেলসির আনন্দ খুব বেশিক্ষণ থাকেনি। ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফিরে স্বাগতিকরা। রবি ব্র্যাডির অসাধারণ ফ্রি-কিকে চেলসি গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্নালি। তবে চেলসি গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হারান ম্যাথিউ লোটন।
বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের ৬০ মিনিটে আসপিলিকুয়েতার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় সমর্থকদের। বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোলের দেখা পায়নি কোন দল। ফলে দে নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
ড্র করলেও ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ৪৯; তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ অবস্থানে আছে লিভারপুল, পঞ্চম স্থানে এক ম্যাচ কম খেলা গার্দিওলার দল। আর ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
এমআর/এমএস