শিবচরে বজ্রপাত ও ঝড়ে মৃত ২,গাছপালা বিধ্বস্ত


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০২ এপ্রিল ২০১৫

মাদারীপুর জেলার শিবচরে বুধবার রাত সাড়ে সাতটা থেকে থেমে থেমে কয়েকদফা ঝড় ও শীলা বৃষ্টি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক গাছ-পালাসহ ছোট ছোট বেশ কিছু ঘর বিধ্বস্ত হয়। এ সময় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকসহ দুইজন মারা গেছে।

জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা একটি ইটভাটায় রাত পৌনে দশটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে হিমত বালা(৪৫) নামের এক মহিলা শ্রমিক মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এ সময় আরো দুজন শ্রমিক আহত হয়েছেন।

অপর দিকে শিবচর ইউনিয়নের পূর্ব কাকৈর সরদার কান্দি এলাকায় সাত্তার মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের লাশ বৃহস্পতিবার সকালে সরদারকান্দি সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে নিহতের স্বজনেরা।

জানা গেছে, গত রাতে ঝড়ের আগে তিনি বাইরে গেলে আর ঘরে ফিরে আসেন নি। রাতে খোঁজা-খুঁজি করেও তার স্বজনেরা তাকে পাননি। সকালে রাস্তার পাশে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হয় ঝড়ের সময় প্রচণ্ড বাতাসের মধ্যে বাড়িতে ফিরতে গিয়ে তিনি মারা যান।

অপর দিকে ঝড়ের কারণে গতকাল সন্ধ্যা থেকে প্রায় চার ঘণ্টা কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মিঞা বলেন, ‘নিহতদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’

এমজেড /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।