হ্যান্ডবলে বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ এপ্রিল ২০১৫

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩৪-১৮ গোলে বাংলাদেশ পুলিশকে এবং মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ২২-১০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।

পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হন বিজিবির কামরুল ইসলাম এবং মহিলা বিভাগে আনসারের ইসমত আরা নিশি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হামিদা বেগম,ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।