নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার ম্যাককালাম


প্রকাশিত: ০৮:০২ এএম, ০২ এপ্রিল ২০১৫

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ব্রেন্ডন ম্যাককালাম। বুধবার অকল্যান্ডে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে ‘বর্ষসেরা ক্রিকেটার’ হিসেবে ‘স্যার রিচার্ড হ্যাডলি’ পদকে ভূষিত করা হয় কিউই এ অধিনায়ককে।

এছাড়া ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা ব্যাটসম্যানে’র পুরস্কারটি জিতেছেন কেন উইলিয়ামসন।বর্ষসেরা বোলার -এর খেতাবটি জিতেছেন ট্রেন্ট বোল্ট। বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মিচেল স্টার্কের সমান ২২টি উইকেট শিকার করেন এ কিউই সিমার। এছাড়া নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা নারী ক্রিকেটার’-এর পুরস্কারটি জিতেছেন সুজি বেটস।

২০১৫ আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ম্যাককালামের নিউজিল্যান্ড। এতে মোটেও হতাশ নয় কিউই সমর্থকরা। ‘ব্ল্যাক ক্যাপ’ দের বীরের মর্যাদা দিয়ে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।